সণ্মাননা যায় যদি কামোদের দলে
শূণ্যস্থানে তদ্বির কার্
কে নিয়েছে কবেকার পরশ পাথর
কে বলেছে কবিত্ব দুষ্কর !!
ছুঁয়ে যায় কিছু কথা কিছু সমাচার
অথৈ প্রমাদে অতঃপর
যশ বল কূল বল সবেতে নিশ্বাস
ছোঁয়াচের ব্যাধি পরষ্পর।
মরিচীকা প্রলোভন অস্তিত্ব বিশ্বাসে
টেনেটুনে দু'কদম শ্বাস
আড়ম্বর ঢেকে রাখে মৈত্রীর স্বেদ
মানুষ ভেবেছে বিশ্বাস।