1


ম্যডাম তোমার উচ্চাসনে
কোন শ্রেণীদের নাম
ধর্ম অর্থ পরম্পরার ত্রিবর্ণে
যার একচ্ছত্র স্হান
শ্রেষ্ঠ কারে কয়,পুঁজির সমন্বয়ে
চিচিং সুযোগ খোলে
সংজ্ঞা সংস্কারের নামাবলী গায়ে
শোষণ শাসণ দোলে
দোলায় কারা কখন?
বন্যা বিপর্যয়ে
যারা ধন্য হয়ে যায়
ত্রাণ শিবিরে কারা?
আত্মপক্ষে যারা প্রার্থী মেকাপ চায়
শিরোনামের ফর্মে ওরা কে?
রক্তে যারা হোলি খেলেছে
মর্গে কারা ঘুমিয়ে অসময়?
ট্রিপল জন্ম সাধন করেছেন l


                2


একদিন বিকেলে রোদ উঠলে
আশ্চর্য হব না
কতদিন চোখে পটি বেঁধে
দেয়ালকে ভেবে গেছি তুমি
গায়ে তার তিরতির ছোঁয়া
টিপটাও সেঁটে ছিল
অবিকল দুই'ভ্রুর মাঝে
ডিনারের ঘ্রাণে কেবিনটা খোলা এলো চুল
যুঁই নিয়ে খুনসুটি ছলে
আধছেড়া ডুরে শাড়িটায় কতদিন দিয়ে গেছি
সোহাগ চুম্বন


একদিন বিকেলে রোদ নিভে গেলে
জাগব না আর
থেকে যাবে অনুরাগ কংক্রিট ইটে
শাড়িটাও কোনদিন থেকে থেকে
জড়াবে সংসার, পর্দা আড়ালে, বাথস্পেস
ডাইনিং রেসিপির ডিশে
আঘ্রাণ তুমিময় ঝাঁপসা দু'চোখে___I