এখানেই শেষ নয়
পোড়া স্তূপে
একদলা নাগরিক
ধৈর্য্য নিয়ে
থিতু হয়ে আছে
মেয়ে বৌ  
কাপড়ের ভাজে ওর
চির ব্যর্থতা
জড়্ আজ
লকলকে তাড়ণার
কালো ৺ধোওয়া
ছেয়ে যায়
অর্ধকুন্ডলী বয়ে
নব্যতা সময়ের গ্রাসে
কিছু হাহাকার
শোষিতের বুকে
শ্রেণীলব্ধ হাত
ক্রমান্ধ সুখে
বাড়ে বাড়ে বাড়ে
জ্বলে দাউদাউ
পোড়ে ঘরদোর দেশময়
আমাদের মা।