প্রথম থেকেই সে ছিল অন্যের
ভূতোটা যেদিন
সিটি মেরে হেসেছিলো
সেদিন সুষমা দির পরণে ছিল
সমুদ্র নীল টাঙাইল
চুলে জুঁই কুড়ির মালা
খুব কাছাকাছি বসেছিল ওরা
বলতে শুনলাম,"আমার পছন্দ আছে বলো "
চামচ নারার শব্দেও কানে
এসেছিল কথাটা
কাঁটা বিঁধে রইল মনে
কলেজবেলার মতোই হঠাৎ একদিন
দখল হল সবকিছু
একে একে ছোট্টবেলার
মাছের মুড়ো,পান্না বসানো কানের দুল,ঢেউ তোলা
ড্যন্স ফ্রক, সোনার চিক আর বন্ধু প্রিয়তোষ
দখল হল দেবদা'ও
ওতে আমাতে সই পাতানো
সেই চিলেকোঠাও বিক্রি হল একদিন
হাঁটু মুড়ে বসে আছি এই
বিক্রিত
সিরামিক প্লেটে
খাদক নাকি খাদ্য সূচীতে......I