তবুও দাঁড়িয়ে রেখেছো
পৃথিবীর সন্নিকটে
দোহনের গাভির মতন
অন্তর্বর্তী কালে........


পাঁজরের জমা কোষে
উদগ্র খড় কুটো
যজ্ঞের ভাড় উদ্বেলিত মুখ
তৃষ্ণার জল আর
নিরবধী দীর্ঘ প্রশ্বাস
মাত্র এই
মাত্র এই নিয়ে করাচী রওয়ানা


কি প্রচন্ড সুখে, দ্বন্দের গোলাগুলি
বিপন্ন সময়ে
পুরু ওষ্ঠ ছুঁয়ে আছো,মৃদঙ্গের তালে
রাগিনীর ঘাঁয়ে নিকষ দোহন
এও কি শৈল্পীক যাপন......


কি দৈন্য দিলে, পাথরের গায়ে অধীশ্বর
সময় দাঁড়িয়ে
পঞ্চামৃত নৈবেদ্যর থালে
মৃত বুক নৈরাজ্য প্রজনন........


কিছুক্ষণ বেঁচে থাকো ধূলা মাটি মেঝে
দাঁড়িয়ে রয়েছ পথ জুড়ে
সেইদিন তোমার প্রচ্ছায়াটুকে শুধু
আলাপ জমাবে প্রাণ ভরে