যদি কিছু থেকে থাকে মোক্ষ কাম ক্রোধ
ওইখানে ওই করোটি গ্রন্থে
শিরায় শিরায় ধমনীরা ডেকে নেয় রং চিনে !


না এখানে স্নেহ বিলাতে আসার
কোন হেতু নেই যজ্ঞশেষে অসম রক্তটুক
গড়িয়ে দেবার একটা লক্ষ্য চাই
উপলক্ষ্য, হেতু !


যেখানে জেনে যাওয়া যায়
বৈচিত্র্যের উদ্দেশ্য কি, মোক্ষ লাভের পর
বাকি শ্মশাণ ভস্মটুক নির্বিগ্নে
ঢেলে দেওয়া যায় কিনা চুপি চুপি, আসলে সেই
নির্ণিত স্থাণটাকেই লক্ষ্য করে নেবার তাগিদ!


প্রেম কর্তিত হতে হতে ছড়িয়ে পরেছে
অজস্র উপাঙ্গে, ব্যবস্থা নেই বলে
পদ্মরাগ দিব্য সাদা থানে, বেগুন অথবা
কোন সমতুল দন্ডে পরিণত হয় আজও
ত্রুটি পেলে ওরাও গাল্ দেয় চুল ছেড়ে কেড়ে নেয়
পরিধেয় ! ব্যলকনির বৌ মেয়েগুলো
খিলখিল হাসে দাম্পত্ত্যের বুকে মাথা রেখে !


কোন নুন ভাতের ব্যবস্থা হবে না
এক মুষ্টি তা-ও বাড়ন্ত হলে........'
ঠোট মুচকে টিপ্পনী ভরন্ত প্রধানের
অশ্রুও পুড়িয়ে দেয় গাল, রোদ্দুর বাঁকা শত্তুরের মত
ঝলসে তোলে গাল্ পাড়া চামড়া মাংস দেহ !


এই শুনছেন,একে, হ্যাঁ ! ঠিক একে সমাজতন্ত্র বলে
বুঝেছেন ! রাজায় রাজায় ! প্রজায় প্রজায় ! আবার চোখ টেপা রসিকেও ! এ-ও এক বন্দোবস্ত বুঝলেন কি !