এখন অনেক রাত
নিস্তব্ধতার কাছে
এক অদ্ভুত সমর্পণ
যে যাকে নিবেদন করে চলেছি
নিজস্ব কায়দায় -
মাইল মাইল ফলক পেরিয়ে
নিবৃত্তির অন্তিম তটে, সাগ্রহে লেগে থাকা
বোধোদয়ের দুধে দাঁতে
সম্মোহনের বর্নিল সারঙ্গম
ক্রমশ: ছেয়ে ফেলা অক্ষরপৃষ্ঠের
জন্ম মৃত্যু লয়ের -
লক্ষ্যহীন পরিক্রমার কাছে,
বারংবার অস্তিত্বের সংস্করণ ।


আমি ! পশ্চিমাতট, রক্তরাগ মেঘ
কবিয়াল সুর - আমারও তো-


নির্বাপিত শেজ বাতির নিচে
নৈয়ায়িকের প্রতিক্রিয়ার সবটাই
চূড়ান্ত নিস্তব্ধতা I জানিই তো-


একশো আটটি ছকের ঘর নিয়ে সেও -
সাজো তো দেখি, তরতরিয়ে ফেরত দেওয়া হবে
আজব হট্টমালা
ইচ্ছেমতন নামা ওঠার
অক্ষর গাত্রের অভিনব কারসাজি !


খেই হয়ে যায়
দু:খ কষ্ট শোকে উদভ্রান্তির নক্ষত্রপতন
অখন্ড নিশুত নিরবতায়
শুধু ,


তোমার আমার
সম্ভোগ কেবল ___