রাতভর প্রলেপের ঝড়
শব্দ থমকে আছে
বিপদসীমায়,জল থই থই
তোকে ছুঁই,
তোকে ছুঁইয়ে শব্দ থামাই
বন্যায় গলে গেছে
দেহের কবাট
ওইখানে কালরাতে ধ্বংস নেমেছে
মুখে তোর পূর্ণজন্ম চাঁদ
আয় ছুঁয়ে দিই
অধরের মিলিত প্রত্যয়
ভালোবাসা হতে পারে
কিংবা অপচয়


চাঁদ ঝুঁকে গেছে
মরুভূমি অন্ধের রাত
কুয়াশা চাদরে
মৃত্যু মিছিল
বোধিবৃক্ষে ঝুলে আছে
মনস্কাম কার,কোটার পকেটে
তোর মুখ আমার পুরস্কার


ঝড় রাতে বিপর্যয়
হৃদয়ের বুক চিড়ে আরেক হৃদয়
রাতভর বরগা পেরোয়
গিট দিই কাপড়ের খুঁটে,শাঁখ ফুকে
বলে দিই,ব্রম্মা,বিষ্ণু শোনো
এইখানে আমার হৃদয়



22/05/19 রাত 1.00