করছি না কিছু,বসছি, উঠছি
যাচ্ছি ,আসছি
ফেসবুক খুলে অকারণ
কমেন্ট, লাইকে ভাসছি।
সেক্সপিয়ার অমূর্ত আজ,চে'র বলিভিয়া রুদ্ধ
পেজমার্ক দিয়ে পাতাটা মুড়িয়ে
মগজের খোপ ক্ষুব্ধ।
অকারণ ওঠে প্রতিবাদ জেগে
খুলে দিই আদালত
ন্যায় বসে থাকে বেদীর আদলে
চোখে ৺বাধা অজুহাত।
এ ও আসে ধুঁকে চলে যায়
লেখা রেখে দু'কদম
এঘর ওঘর ঘুরে শেষকালে
সংসার মহারণ।
মুখ চেয়ে আছে ক্লান্ত প্রবাস
সারে সারে রাত্রির
কষে ৺বেধে রাখে তাপ উত্তাপ
মৌন তপস্বীর।
চুক্তি চলেছে অযুক্তি পথে
ধরা,৺ছোওয়া কামনায়
তরতরিয়ে প্রমোশন ওঠে
পুঙ্গব তাড়ণায় ।
খুলে রেখে দেয় দৃষ্টি শূণ্য
রাত্রিরা সারি সারি
তোমার কাব্যে বিপ্লব আজ
ভন্ড ,আনাড়ী।
কার বিপ্লব,কবে বিপ্লব
ছিল বুঝি কোনদিন
যতি চিহ্নে পরেছে ঘুমিয়ে
ফ্ল্যশ লাইটের ঋণ।
পথ জুড়ে ওরা ট্র্যজেডি গড়েছে
ক্যমেরায় রাখা চোখ্
ধীরে ঘরে ঢোকে চারজন তারা
নিপাট ভদ্রলোক ।