সৃষ্টি স্থিতি লয়
*****************


শুরু হল আগুনের দাপাদাপি
শিথিল নৃমুন্ডের মোরব্বা রস যখন
গড়িয়ে নামছে রাতশয্যায় -
বহুদিন পর উদ্বৃত্তির আগুণ বয়ে এলে
হে নিরুপম
এই জাগতিক ক্ষণে
নাক্ষত্রিক পতনগুলো কি ভীষণ দুর্বহ
মনে হয় সর্বনাশা পত্র বিছিয়ে
এক একটি ধাপে চলেছি নির্বিকার
স্থানুর মতো গতিস্থিতি হীন।
জঙ্ঘা বেয়ে গড়িয়ে নামছে সোমরস
তপ্ত লাভার মত
ঘ্রাণ নিতে উৎগ্রীব কতিপয় -
উর্ধ নিম্নের কর্তন চ্ছেদন করে
মাপজোপ নিয়ে আপাতত রেডি সময়
এসব এখন ম্যাটার করে না
সকলেই উলঙ্গ একমাত্র পোষাকটি
রাজার গায়ে।
সে খাবে পরবে নাচবে গাইবে আটকাবে কে
ক্ষুধার্ত রাজকোষ 'পাত্র' চাইছে
দেবে ! যেভাবেই হোক্ কিছু !
সংযম ভেঙে তন্বী খোরাক পেলে উদার হয় সেও
তাকে ছোঁয় না আগুণে
পালিয়েছে মুদ্রাস্ফীতির ভয়ে, সে এখন
হাঁটুর কাছাকাছি নিভৃত উপত্যকায় !