কান পাততে হয় না, চোখ,কান খোলা রাখলেই-
শোনা যায় খুব-
ব্যসার্ধগুলি সংকীর্ণ হয়ে ক্ষমতার আস্ফালনে
ক্রমে সেঁটে ধরে নিষ্ঠা কপোল
পততারি হৃদয়ের , চোখ পরে মেহফিল্
শ্লোগানের বদোভ্যস কিছু সময়ের ব্যাবধানে
চেপে ধরে প্রচার মাধ্যম
খুব সাজগোজে যারা প্রথম সারির-


শক্ত বাহুর লোক পয়সা ছড়ায় ।


আহতেরা ফি বছর পারচেসড্ হবে-
জানে তবু, ফেলে রাখে ভিক্ষার থাল্
নধর মেয়ের গালে টুসকির টোলে-
অঢেল খোরাক........................।


স্কুল যাওয়া পথ দেখব না আর
ছুঁয়ে দিয়ে ফ্রকের আঁচল
আলগোছে টিপস্ দেয় ; আঙুল সংকেত
মিছিলের লোক বলে, দখল তুমিও
বোঝা ছলে ব্যাঙ্গ,টিপ্পনী
নিশ্চুপ তামাম জগৎ......................।


আওয়াজের কানে তবু বিষধর ছোবল বসায়
নীতি বর্হিভূত কিছু পাবে বলে
নিচু স্বরে কথা বলা, কিছুটা জায়গা হলে-
বলা যেত কে কার আপন ;


রাত হলে পা টিপে গিয়ে দেখি সজ্জিত মেয়ে-
টুসকির গাল্, দু'জোড়া ভ্রূ'র মাঝে..
খুব যত্নে সাজানো কপোল ।


............................................................