আগুন, বাতাস, জল
ত্রহ্যস্পর্শে ভারী হয়, জোটবদ্ধ
ছন্দের বিমুগ্ধ আরোপ


ভেসে আসা
বৃদ্ধটি
পুরষ্কার সমাজের চোখ


তিন সরণির সাজানো সভ্যতার
খোলসে সাজানো
একক মানুষ  
আগুন শত্রু ছিল
আগুন মিত্র হল


দেখেছিল লেলিহান বর্ণপরিচয়
উঠে আসে ঘর বেয়ে রক্ত বেয়ে
দেহের ভেতর, একা করে
একা করে ,ফাঁকা করে
লোভের কোরক


আগুন বদলে দেয় নীরাকার চোখ
অপ্রকৃতিস্থ কোষ জিহ্বার চলন বলন
কোলাহল জল
শুইয়ে রাখে পরষ্পর নিস্পন্দ খোলস


দেখেছিল


মাথা থেকে উবে যাওয়া
ছড়ানো ছেটানো ঘিলু
চারপাশে
আমাদের
অর্বাচীন ভিত্


বৃদ্ধটি শুনেছিল
প্রাচীরের কানাকানি
ছত্রাকার দ্বী পদের ক্ষোভ


আগুন বাতাস জলে
চুবিয়ে বৈধতা
বৃদ্ধটি ভেসে আসা সমাজের চোখ।



( একটি নাটক দেখে তার প্রতিক্রিয়া)