কাহিনীর মোড়কে রয়েছে
    নিছক উন্মোচন
জনতার দরবার উন্মুখ
প্রসারণ নাকি সংকোচন।


দরদের মূলে কার সংঘাত
     আড়ালের প্রহসন
প্রাচীরের মূলে তার বিষদা৺ত
গোপনের মৌলিক কড়াঘাত।


পেটে পিঠে কালিমায় তৎপর
       বিজ্ঞের খোলসে
কথা তার ভনিতার উৎসের
নন্দিত সন্দেহে সু - চতুর ।


শকুনের দৃষ্টি সবটুক জঞ্জাল
        শুনশান ভাগারে
ছ'য়ে সেন্স প্রখরের ফলাফল
কয়ে দেয় ছল ছুতো খবরে।


খাবারের লোভে তাই ছাড়খার
      বরাদের সংসদ
উড়ে এসে জুড়ে দেয় ঝঞ্ঝাট
ঝড় আর ঝঞ্ঝার সংকট ।


হাত মেলে কারা ঐ আড়ালের
       বরাভয় মাঙছে
চিনে নিতে সংশয় চিরকাল
জমায়েত ঘর দোর ভাঙছে।


হাসিমুখ আনকোরা বিমাতার
     ছয় রাজ খেল কি ?
আবডালে সেজে গুজে রেডি ঐ
দ্যাখো শুধু সময়ের ভেলকি ।


দেখে শুনে ভাবো বসে এ কেমন
    মন্দের রাজ চলে অবাধে,
যোগ্যতা খাবি খায় মগজের খেলনা
টোকা দেয় সিক্সথ সেন্স কবাটে ।


********         ********