আমি,এ শরীর,এই মন, কঠীন সময়
ফালা ফালা হয়ে থাকা জীবনের দায়
অনাদায়ী সুদে মূলে লীন হয়ে আছি
জীবন্ত হতে চেয়ে ফিরে ফিরে আসি Ii


কখনো জলের ভীড়ে কখনো ডাঙায়
শ্বাস নিতে প্রাণপন ভুল হয়ে যায়
মানুষের দরবারে হাড় গোড় ঘিলু
পরিচয় লিখে রাখি হতাশার কালোl Ii


বিদ্রোহে কেটে গেছে অযুত নিযুত
খড়া দেহে বিদ্রূপ তার প্রতিদূত
ক্ষতময় অক্ষরে কি ভীষণ পণ্
বেঁচে থাকাদের কাছে মাগি সম্ভ্রম ll


চোখের দৃষ্টিকোন ধূ ধূ ফাঁকা মরু
কেউ এসে রেখে যায় ক'ফোটা অশ্রু
পঞ্জরে গিস গিস প্রতিবাদী ঝড়
শোনাতে আগামী তাই রয়েছি অমর ll


রক্তে ভেজানো সেই কান্নারা জমে
অক্ষর হয়ে গেছে বিধাতার দানে
প্রতিবাদ উত্তাপ কবিতা হয়েছে
জ্বলবেই দাউ দাউ সময় এসেছে ll


আমার মাথার পরে সততার বাস্
বঞ্চণা প্রতারণা মিথ্যে অভিলাষ
আকাশ ছেয়েছে তার ভ্রান্ত ধারণে
পাপী তাপী শুদ্ধ হল ভুল প্রকরণে ll