আয় আয় চাঁদমামা টিপস্" দিয়ে যা
আয় আয় প্রেমের নামে শোলোক দিয়ে যা
আধখানা চোখ তোমার নামে বাঁচার আনন্দে
এক দৃষ্টি সবটা শেখা বোঝার আনন্দে.........


ধান ভানলে নুড়োর বদল
বড় মাছের মুড়োর আদল
সোয়া সেরের বাটির ছাঁচে
সোনার গাভীর দুধযে আছে |


চাঁদ কি অমন মামা হবে
ঘর জুড়ে তার অবাধ আলো
জ্যোৎস্না নায়ে জোয়ান গাঙে
ভাসান তরীর প্রাণ জাগালো |


ভানলে যে ধান চালের চূলো টিনের চালায় জগৎ আলো, চাঁদ যেন তাই অধীর হল আবছায়ে যে মুখ লুকালো................


চাঁদ তবে কি জামায় হবে
আন লো সখী বরণ কূল্
দাঁতের ডগায় মে'র নাড়ি
আইবুড়োতেই হুলস্থুল?


পিছের দোরে ছিটকিনি দে
খিল খুলেছিস ভোর রাতে?
কে এয়েচেন কিসের নোভে
সদর ঘরে পায়ের ছোপ?


ও মেয়ে এবার বাজবে সানায় বেন্দাবন, খুব করে তুই বৌ সাজাবো তৈরী থাকিস যে যেমন...


ওই লো সখী আনাজ সারি
দই, মেঠায়ের সাত কাহন
রূপের ডালি বৌ এয়েচেন
আর কি সাজের বাহার খান |


আমার ঘাড়ে ভর করেচেন
অমাবতের আন্ধার খান
তুই মে ভালো জগৎ আলো
আমার নামেই বেন্দাবন |