জীবন হল আহ্লাদী সেই স্কেচ্
যেমন খুশি পোট্রেটে রং মাখা
ফুটিয়ে তোলা ইচ্ছেখুশির আদল
আধার হল সব ধারণের স্পেস !


কাব্যে কি এক অদম মনোগ্রাহী
নেশার ঝোঁকে উৎস কাছে টানে
প্রেম হয়ে যায় অক্ষরে আর মনে
মন যেন রে বেজায় বাদশাহী !


ফর্মাতে যার সূচক আছে লেখা
সেইভাবেই নিয়ম গতির লেপন
কে যে কখন ঢেউ বনে যায় পিছে
ঢেউয়ের কাছেই সমুদ্দরের শেখা !


পুকুরটা নয় সবজি বুনুক গাঙে
ও বুনে যাক্ ঝিঙে মূলোর শাক্
দরকারি সব ফলন টলন ফেলে
মরা গাঙের চ্যাপটানো থাল্ মাঙ্ !


সবকিছুতেই সূচক থাকে থেমে
শুরু কিংবা শেষের অবস্থান
সব জীবনের একই চলার রীতি
সব চলারই শেষে সেই প্রস্থান !