তুমি আজও রবে নীরব ?
তাপসী'র লাশে তা' দিয়ে আছে
কত শত উৎসব !!


নর্মদা ভাসে তাজা লাল স্রোতে মুন্ড, শরীর,ধর্
মানুষটি নেই ভোগের ঘরের
ঝুলছে জ্যান্ত শব্ ।
আজও কি রবে নীরব ?


ত্রাসের আগুনে বলি হবে বলে ঝাপসা দৃশ্যে দেখি
সাজোয়া মারণ সোৎসাহ জাগে
বান্ধব যারা একি ?


চুপ হলে তুমি মহা সোল্লাসে গঙ্গা বইবে দেশে
থমথমে মুখ ভীতি সন্ত্রাস
তিনকাল পরে শেষে ।


থেকো চুপ তুমি যখন তোমার যান্ত্রিক অন্তর
ধুয়ে,মুছে গেছে আমাদের শ্রমে
লাখো লাখো অধিকার ।


তবু তুমি চুপ আরাকাণ আর সশস্ত্র জোতদার
ওৎ পেতে আছে মৃত্যুদূতেরা
বীভৎস সংহার ।


নারী অধিকার বৃথাই তোমার শুনিনি কখনো কানে
"সব নারী আজ মোর সহোদর,
অপমান সব একের অসম্মানে "।


.........................................................