দু'আঙুলে দুলছে জীবন তোমার আমার ঘর
উঠছি ভেসে ক্যালকুলাসে  
আমরা পরস্পর ।


প্রেম হয়েছে রাত - বিরেতে
তিরতিরিয়ে বৌ ,
চ্যটের ডালে বাজছে কাঁসর ডামাডোলের ছৌঁ
ছেলের নেহাত ক্যকটাসী ধাত্
মেয়ের কাদম্বরী ,
লিস্টি দিলেন কামের প্রভু
আমরা নাওয়ের তরী ।


টুক করে রাত প্রহর হলো আদল ভাঙার পর
ক্লিক করে তাই প্রাসাদ হল ,
প্রসাদ পাবার পর ।
জুড়ল জীবন দাওয়ের চালে ঘরের ভেতর ঘর
তিনটি মানুষ চারটে সুখের
অগাধ কলস্বর।
প্রযুক্তিরা কইছে কথা
ঠমক ঠমক ঠাঁটে
আমার মেয়ে তোমার ছেলের
ফন্দীতে দিন কাটে ।


পুড়ল কাকী,বৈরী বাপের তিন পুরাণের ঘর
দু'ফুট মেঝেয় রাংতা বিছোয়
আমার স্বয়ংবর ।


সুখ কিনেছি ,আরাম দেদার , জীবনটা ফান্টুস
বাপ,মা ,দাদী,মেসো কিনি
মনের ঘরে হুশ্ ।


হাতের তালে জীবন চলে নানান ক্যাটালগে
হাসছি,খেলছি,মারছি দেদার
মনের ঘরের ভোগে ।


মন বেঁচেছি মান্ জানিনা প্রযুক্তি'রা কয়
ধার করা সুখ বিছিয়ে রাখি -
দেদার জীবনটা'য় ।
দিব্য জীবন হেলছে তালে ছেলে মেয়ের দাও
আমার মেয়ে তোমার ছেলের
মধ্যিটা আগলাও ।
ক্লিক করেছে ক্যকটাসী সুর ভঙ্গীতে তোলপার
তোমার মেয়ের কাজলা চোখে
প্রসাদ অলংকার ।


গনক এল ,বাদক এল ফুঁকল শিঙা ফুঁ
মন্ত্রণা চাল ঢালছে বাবার
অষ্ট গন্ডা রাহু ।
হিসেব দিল তাথৈ দলের মুন্ডচ্ছেদন দল্
বাউন্ডুলে দুলছে জীবন প্রযুক্তিদা'র ফল ।


আমার মেয়ে তোমার ছেলের চোক্ষে রংঙীণ ঢেউ
সাত সকালের ক্যকটাসী ঘর নাড়িয়ে দিল কেউ ।


............................................................