জীবনের সবকটি ঘুমে পাথর জুড়েছি
বিছিয়েছি ভ্রষ্ট কপোল
সুখের বিছানা জুড়ে তোমরা ঘুমোও
আমায় বেদনাটুক দিও


চেতনার আশপাশে যদি দেখ
ম্লান কোন আহতের আত্মবিলাপ
স্থির কোন ভগ্নাবশেষ
চলে যেও হেসে
ছুড়ে দিও বলা কথা, '' কিছু নয় ''


তোমরা ঘুমোও প্রিয়
যযাতির পাতা জালে চিরদিন
যেন যুগের নিনাদ ভেদে আরো যুগ
পরম্পরা মিলে খুলে যায়
অলি গলি তস্যের
কোঠার কবল ! গভীর ঘুমাও প্রিয়


জন্মের প্রয়োজন পসরা সাজিয়ে
আমিই বসেছি
ক্ষোভ নেই অযথা বিষাদে
প্রান্তর জুড়ে যদি
আঁধারের আয়োজন স্থির হয়ে থাকে
তবুও ঘুমিও !


পথ যদি বেঁকে যায় ম্লান যদি তদ্বির
বেছানো চাদরে মহাঘুম
এঁকে দিও ভ্রান্তি বিলাপ
মহাকাল এসে যদি ছুঁয়ে দেয়
ঠেলে দেয় বাঁদারের প্রাগযুগ , অথৈ ঘুমিও


যদি বলে পাথরে পাথরে
মহাক্ষয় ,মহাক্ষণ নেই আর
মহাবোধে আগুণ জ্বেলেছি
ঘরে ঘরে অন্তরায় ,
পিছ ফিরে আমাদের মৈথুন


অবাধ ঘুমিও তাও , যযাতির পাতা জালে
তোমরা ঘুমাও প্রিয় , স্বস্তির ঘুমে !