মুখ মুখোশ


আমি উড়িয়ে রেখেছি টবের লাল আঁচল
টমটমে বুকে কান দিবো বলে,
আলুথালু মৌনতায় দীর্ঘ আবাসে ছুুড়ে দিয়েছি
                     কিছুটা রক্তিম শিষ্ ,


কল্জের তামাম শিরায় উল্কির মেহফিলে-
সম্পূর্ণ রামধনু বিন্যস্ত সঞ্চয়িতা
যেখানে সংবর্ধণা'র সৌরমঞ্চ-
বলে যায়, " আমাদের পরীখা অ-গণতনান্ত্রিক ,
                    মুখ মুখোশের রপ্তানিকেন্দ্রের-
    ঠিকানা নিতে পারো "।


ক'জোড়াা চোখ হেঁটে চলে ক্রমাগত
তোমার টমটম বুুকে অন্য ফিসফিস-
কলধ্বনি আমার মজ্জা খুবলে নেয়,
কেড়ে নেয় বাহারী আঁচলে প্রসাদী নকশা ,
আমি চোখেদের ভৃত্য বনে যাই ক্রমাগত ।


চেক করি শার্ট,বুক -
শুকে নি'ই উল্কি রুমাল -
দিনান্তে'র ঘাম ভেজা মাথা নেব বলে সমূহ রসদ ,
ছুড়ে দি'ই সোঁদা গন্ধ মোজা, জটাজুট ফাইল রসকেলী কেপ্ট


আহ্ টমটমে বুকটা অবাধ
বাস করি,চাষাবাদ , অবাধ সিংঘম
রান্নার ধোঁয়ায় ভাসে তামাম জীবন
শুধু টমটমে বুক ।


দিনান্তে মেলে দি'ই ফের বাহারী আঁচল
উড়ে চলে রং রুপ তৃষ্ণার মেটে ছাই,


ফিরব বলে মেঘেদের কাছে ধার নি'ই আহ্লাদ
উল্কির আঁকিবুকি চোখ,মায়ের অখন্ড সম্ভ্রম
কোমড়ের বিভঙ্গ ঢেউ কিংবা আটপেড়ে সৌজন্য
বুঝেছি কমেন্ট বাড়ে , বন্যার তোড়ে ভেসে যাওয়া ঘরে
আবারো ওডিকোলন, রজনী' তোড়ার



.......................................................................