কৃষ্ণাঙ্গী বলে মুখে নুন পুড়ে
গলায় কলসী বেঁধে __ নিয়তির দোহাই দিয়ে.....
নাহ্ বেঁচেই গেলাম !


বাপের এসরাজে সুর চড়িয়ে হিমাদ্রী জেঠুর
উচ্চকন্ঠের তৎবির " এ মেয়ে _।
আলসেমিতে চিলেকোঠায়
হঠাৎ দুলে উঠল পা"
একজোড়া ঘুঙুর ' বারভিতলার পোড়ো ঘটক
দাবনা দেখে বিধান দিলেন " কত্তামশাই এ মেয়ে_


মনে হল কৃষ্ণবর্ণ " টা কোন ব্যাপারই না
যেদিন বেনী দোল দিয়ে মেখলা আঁচল উড়িয়ে
ও বলল " দ্যাখ্ কত্ত ঐশ্বর্য ' ঐ যে পাহাড়' কাশ
ঈশ্বরের মাটি ছুঁইয়ে স্বর্গে ওঠে_
এমন ঐশ্বর্য _ ?


প্রথম দুলে উঠল চেলী উত্তুঙ্গ বাঁধা পেড়িয়ে
ঝাঁকুনি এসে লাগল দেহের শিরায় _ নাচ ছাড়া কি
বোল্ ফোটে ঘুঙরের _ ?
ও হাসি ভেদ করে বুকের পাঁজর টেনে নামায়
চৈতী বেলা '


সহস্র মুদ্রা ছড়িয়ে জানান দিল " কে বলে কালো __আমি তোকে মুড়ে রাখব সোনায় __"