চললি কোথায়,
কোন অভ্যুত্থানের দিকে
শিক্ষাপত্রগুলো...?
ওই স্বনির্ভর আলোয় যেখানে
প্রাগৈতিহাস সম্রাট রাফেলশিয়ার
তোষণে
ক্রোমান্নতির অর্ডার এন্ড সাপ্লাই।


এক ধর্মপদ কটাক্ষে চেয়ে আছেন
আমার অরগ্যান্ডির মসৃণ কার্পাসে  
যে চিত্রে শতকের ধবলশৃঙ্গ ও
শিবস্তম্ভ উবু হয়ে আছেন
আর পরিযায়ী রোদ্দুর ফলাও হয়ে ফলেছে
শহর,নগরের মাঠে ঘাটে
আর
শিক্ষার সার্বিক তোষণ,
স্বনির্ভরতার
উৎস ঘিরে শুধু
ব্রম্মপদের কাড়াকাড়ি
অভ্যুত্থানের গেজেটে
মাত্র কিছু প্রার্থী আর
যন্ত্রের  
চিরন্তন তোষণ