1
বার্ষিকী চলেছে
ক'ফোটা উত্তাপ কড়ে আঙুলের মতো
জাঁকিয়ে বসেছে
ওকে ফ্ফু দিয়ে নিরস্ত্র করি
অস্ত্র দিওনা আমায়
অসহ্য লাগে বিচ্ছেদ,প্রভেদের মুখ
তার চেয়ে ধর্ণা থাক
সাজানো উৎসবের তলে
এক স্রোতস্বীনি মুখ।
         2
মুখ থেকে মুখে কত আর
নিজেকে বোঝাবে
উচ্ছেদের দলে অনুমিতা'রা
আজ
সারিবদ্ধ,অস্থির।
           3
প্রপাত আসেনি
এ হৃদয় পাতেদের সারে
প্রেমের সাযুয্য নেই
হয়না কখনো
তবু তার কত অভিযোগ।
        .  4
গাছ নয় গাছের মতন
পাতার প্রক্ষেপ
মাটিদের গোপন আঁতাত
গতকালও ঠিক্ ছিল
আজ দেখি
বৃন্তচ্যুতি রোগ।