কতগুলো প্রতিদ্বন্দী ছাদ
মেঘ ছুঁতে চায়
গাছে তার সূচীপত্রে তির্যক নোটিশ
থাম ধরে ঝুলে থাকে
তামাম প্রাক্কাল।


লম্বা সড়ক একপাশে আমি
অন্যপাশে শ্রেনীলদ্ধ ঢেউ
গ্রীবা থেকে হেঁটে আসে শ্লোক
আমি বয়োঃবৃদ্ধ রাত নিয়ে
দ্বি চারিতা খেলি।


নির্দয় অধরে কেরামতি খেলে
কিছু অধস্তন
যুদ্ধের ক্ষতে প্রলেপ লাগাতে
আমি আর
সাম্প্রতিক কিছু উর্ধ্বতন


একাধিক কালো মেঘ সমন্নিত হলে
সড়ক উন্নত হয়
প্রদক্ষিণ সেরে জলেও মূর্ছনা লাগে
হেঁটে যায় রাজার মতো
হরতন ফেলে বুক পিঠে ক্ষমতার আঁচড়।