ঘুম ভেঙে ওঠেনি তখনও
নদীটির ঘোলাজলে সান্দ্র সাঁতার


প্রতিস্বর বুঝি
নৈশ আলোয় মনে হল স্বর নয়
ঝাঁপি ধরে টান মারা উচ্ছন্ন সংসার
অর্ধেক খেয়েছে ঘুঁণে
বাকী আরশোলায়


মোহনায় পিছ ফিরে জনৈক সাম্পান
ডাঙা খুঁজে অবিরত
ম্রিয়ম্লান পড়ে আছে জংলার ধারে
পথ চিনে চিনে চিবুকের কাছে


রেখে গেছি সান্ধ্য গোলাপ


ঘুমঘোরে ডেকেছিল বুঝি ! !