এইখানে মাথাটা বসানো ছিল
দু'চোখে আগুন


অনর্গল বর্ণোচ্চারণের দীপ্ত প্রভায়
বিচ্ছুরিত,প্রজ্জলিত
বিভাজিত হচ্ছেন শব্দ থেকে
এক একটি কালে, মহাকালে
অথচ নিদারুণ প্রবঞ্চনার একফালি
সাদা কাপড়ে দেখেছিলাম
এক অমোঘ ভারতবর্ষ


পিতারা বুঝি এমনই হন
ওই মনিষীর মতন
মাহাত্ম্য থেকে প্রেম থেকে উগরে দেন
পরমায়ুর আত্মীকরণ
সমুখের অসৃষ্টি দেখে কাম্যের স্পৃহায়
আহুতি দেন সর্বান্তঃকরণ
যখন
পদতলে পাঠরত সন্তানদলে
ঝুঁকে পড়ে অভিপ্সা
দৃষ্টি আর মাধ্যমে থমকে যায় বোধাবোধ
ভারাক্রান্ত আমি
আঁকড়ে থাকি ঐ পাদুকা পুরাণ
শ্রদ্ধা করি বলে নয়, ভালোবাসি বলে নয়
জীবনের
এ এক অমোঘ নিয়ম


সহসা
মাথাটা সরিয়ে দেয় মুদ্রা রাক্ষসে