প্রদূষণ জলে
আজও পাপ চুবিয়ে পরিশুদ্ধ হন
কাশী বিশ্বনাথ বিগ্রহ


খুব কাছ থেকে দেখা যায়
বিসর্জিত খড় কুটোয়
ভেসে চলেছে
অনুরাগের সরঞ্জাম এমনকি
সই সাবুদ,পূণ্যির চাল কলা


উনিশ দশক
উন্নয়ন নিয়ে ঝুঁকে পড়েছে
শলাগৃহে,ভাবগ্রস্ত শল্যবিদ!
আর্তস্বরে চেপে বসেছে পরাক্রম
নাক মুখ ঢেকে
অস্ত্রোপচার পালা


বিশের দোরগোড়ায়
ভূমিষ্ঠ প্রজন্মের খুঁটে তোলা এক আধটা পূণ্যির
শিরচ্ছেদ
হতে হতে........বড়জোর
ঝাড়বাতি


উনিশের শল্যবিদ
যেচে স্বান্তনা দিচ্ছেন  
ব্যবচ্ছেদের আন্দোলিত সেই জলে
রথী মহারথী সমারোহে
নেমে এসেছেন গোটা স্বর্গ সাম্রাজ্য


উত্তরণের সে কি........... ব্যকূলতা