আড়ালে শ্বাপদের মত
প্রহরীর চোখ
আমার,তোমার,ওর
ক্ষুধার,ত্রাসের,সর্বনাশের
সবাই ভিখিরি ভেতরে , চাওয়া পাওয়ার
সূক্ষ্ম গন্ডীটায় লটকে থাকে
ভিখিরির আলা জিহ্বা,শব্দ ছাড়িয়ে
দৃশ্যকে ছুতে পারেনা তাই
ভেতর বাহিরে দ্বন্দ ।


কখনো কুয়াশা ভেদ করে
আকড়ে ধরে এর তার অনুন্নত হাত
জিভ জন্মায়,
আরেকটি জৈবিক দেহে
বেড়ে ওঠে প্রত্যঙ্গের প্রতিটি পর্যায়
পরষ্পরকে চেনার,জানার
পর্যায়,কাছে আসি,হেসে বলি


আদতে আমরা সবাই ভিখিরি
সময় না হলে চেনা যায় না।


********** ***********