বিষাদ ভরা ক্লান্ত ক্ষণে
ঘোরে যখন দশদিক
দিশেহারা হয়ে তখন
মন থাকে একলা ঘরে-
আপন জনা রেখে দূরে।


মাথা ভরা রুগ্ন চেতনা
চোখ জ্বালা বাড়ায় যাতনা।
কর্মস্পৃহা শূন্য হয়ে-
ভাবনাহীন ভাবনায় ব্যস্ত
কাটে কিছুটা সময় ঘোরে।


বাত্- চিত্ ভুলে গিয়ে
সময় কাটে নিস্তব্ধ হয়ে,
এলো মেলো যায় বেলা
বৃথা যেন ভবের খেলা
যখন থাকি বিষন্ন মনে।