জন্ম তোমার বেলা শেষে হে নবজাতক,
স্বাগত তোমায় ভুবন মাঝে,
সাজাো পৃথিবী আজি নতুন সাজে।
বেলা শেষের েি ক্ষণে-
দশদিক ঘিরে আধার নামে,
তব আগমনে আধার যাবে ঘুচে,
লাগিবে আলোর নাচন
আবার েি ভুবন মাঝে।
কত শত ঝরাজীর্ণ ঘুরিছে কাঙালের বেশে,
তুমি তারে করিবে ত্রাণ,মহামানবের স্বরূপ লয়ে।
তোমার হাসিতে রাঙাবে বিশ্ব
চির যৌবনা হরিণীর বেশে।