ভুলে যাওয়া সেই মুখ খানি,
বহু কষ্টে আঁকি কল্পনার চোখে ।
আবছা আলোর মত ভেসে উঠে,
তার সেই মৃদু হাসির ঝলক-
যার পানে চেয়ে থাকতাম অপলক।


সে আজ বহু দূরে, মুছে যাওয়া-
স্মৃতির আড়ালে তার অবস্থান।
তার কণ্ঠস্বর আজও কানে বাজে
যেন মেঘের আড়াল হতে সে;
আমায় ডাকে ক্ষীণ বচনে।


তার স্মৃতি মলিন হয়ে গেছে,
ঝরা পাতাদের মত মর্মর শব্দে-
গুড়ো হয়ে, মিশে গেছে
হারিয়ে গেছে স্মৃতির অতলে।


তবু তার কথা ভেবে আজও
মনে আশা জাগে,
ফিরে আসবে সে আবার
ভোরের কলরব হয়ে -
ঘুম ভাঙানো পাখিদের সনে।।