কবিতা


কাছে দূরে একটা কথাই আছে জানানোর
হুট করে জেগে উঠে ঠিক কতটুক
মেপেছ আমায়
              -এই ছায়াদাগ,
নিষিক্ত শ্বাপদ আর জাল ঘেরা
             -সহস্রের রহস্য সময় !
বিচ্ছিন্ন কে কোনশাপ মোহিনী মায়ার
কিছুই জানিনি ,হুট করে ঘটেছে বিচ্ছেদ
কে এসেছে মাঝপথ
              -কে কেড়েছে জীবন শপথ !
কিভাবে এনেছ প্রতি দাগ প্রতি জন্ম ধুয়ে
তুমি তো মশাল
সে দিকেই স্ফুলিঙ্গ হাওয়ায়
পড়ে থাকে প্রাগ্ ভস্ম ছাই
              - কে ছিল জানায় সমাসন্ন ঝড়
          - কতটা কামড় ছিল কতটা আঘাত
জর্জরিত কিছু প্রতিস্বর আজও ভাসে
মুক্তি অপেক্ষায়
ছাদ বেয়ে ঘর বেয়ে মনের ভেতর !!