গতনিশি তোমাকে খুব বেশি ভেবেছি
কতটুকু ভেবেছি ,
শিল্পী হলে বুঝিয়ে দিতাম গানের ভাষায়
কবি হলে ফুটিয়ে তুলতাম তা কবিতায়
নেতা হলে জানান দিতাম তা বক্তৃতায়
কি করে বোঝাই কতটুকু ভেবেছি তোমায় ।
কাল রাতের পূর্ণিমায়
দেখেছি তোমায় নীলাকাশের নীলিমায় ।
সাজিয়েছি বধূ রূপে তোমায় কতবার
কখনও ঝাপটে ধরেছি বারবার
কখনও অভিমানে সরেছি, আবার
ভেবেছি কত স্মৃতি তোমার-আমার ।
কাল রাতে তোমাকে খুব বেশি ভেবেছি
ব্যাথিত বুকে তোমার শূন্যতাই অনুভব করেছি ।