তিনশো পয়ষট্রি দিনে একটি বছর হয়
দিন-রাত পেরিয়ে যায় ছব্বিশ ঘন্টায়
সকাল-দুপুর, সন্ধ্যা-রাত, পার হয়ে যায়
শত ঘটনার ঘনঘটায় ।


শিশির ভেজা ঘাসের সাথে
কিংবা শরৎ প্রভাতে
শান্ত দুপুর ক্লান্ত বিকেল, ছায়া নামা সন্ধ্যা বা নিঝুম রাতে
জড়িয়ে থাকে সব কিছুতে
একটি চেনা মুখ
ভাবি আহা ! কি অপরুপ ! কি অপরুপ !


বছর আসে বছর যায়
শ্রাবণ মেঘের দিন, রোমাঞ্চকর রিমঝিম
কাল বৈশাখী ঝড় ! উত্তাপ চৈত্রের খর
শান্ত হেমন্ত, শীত আর বসন্ত
দিন দিন যায়, শত ঘটনার ঘনঘটায়
জড়িয়ে থাকে সবকিছুতে
একটি চেনা মুখ
ভাবি আহা ! কি অপরুপ ! কি অপরুপ !


তোকে ভেবে হায়, কাল বছর যায়
সবই মোর স্মৃতির পাতায়, নেই তোর দায়
তবুও জড়িয়ে থাকে সবকিছুতে ,একটি চেনা মুখ
ভাবি আহা ! কি অপরুপ ! কি অপরুপ !


তুই হীন হায়, দিন বছর যায়
সকাল-দুপুর, সন্ধ্যা-রাত, থাকি আশায় আশায়
একদিন পাব তোকে মোর জীবনের
শত ঘটনার ঘনঘটায়।