আমার কোন আশির্বাদ তোর জন্যে নেই
তোকে অভিশাপ দেই
বরষার প্রথম দিনে, ডালে ডালে কদম ফুল
যখন হয় ভরপুর ।
আমার কোন আশির্বাদ তোর জন্যে নেই
তোকে অভিশাপ দেই
মধ্য আষাঢ়ের ভাসা পানিতে, বিলে-ঝিলে পদ্ম ফুল
যখন চিকচিক করে ভরদুপুর ।
আমার কোন আশির্বাদ তোর জন্যে নেই
তোকে অভিশাপ দেই
নীল আকাশ ঢাকা সাঝে, টাপুর-টূপুর নদীর কূল
যখন টানা বরষা’য় হয় মন মুখোর ।
আমার কোন আশির্বাদ তোর জন্যে নেই
তোকে অভিশাপ দেই
রিমঝিম বারিধারা অঝোর বরষায়, তোর কামনায় হৃদয় আকুল
যখন অবিরাম বাদল ঝরে ঝরো-ঝর ।