কি লিখমু তোর লাইগা
এই পুরুষের মন বুঝনের ক্ষ্যামতা তোর নাইগা
কবিতায় কি আর মনের কথা কওন যায়
মন দিয়া’ই তো আরেক মন নেওন যায়
আমি কই, খোদায় কি তরে বুদ্দি-শুদ্দি দেয় নাই
এহানদিয়া তো আমার পরান আমার কাছে নাই
কত কিসিমে সাজাইছি তরে মনের মতন কইরা
ওরে মুর্খ বুঝলি না তো, তরে যে ভাসছি ভাল পরান ভইরা
বন্ধু বন্ধু করস, কই কি তরে, নারী পুরুষে কি আর ব্নধুত্ব অয়
নারী পুরুষে কাম রসে মধুর মিলনে জয়
মা, ঝি, বইন
হের পরে কেডা আপনেরা কইন
ঘর সাজাইয়া পালকি চইরা কেডা আইয়ে শুধু
হেই তো আমার লক্ষ্মী চান সুন্দরী বঁধু
আধুনিক জমানায়,
তুই কস নারী পুরুষে বন্ধু হিসেবে মানায়
খেতাপুরি তোর জমানারে
নারী পাইলে পুরুষে যে কাম রসে মরে
হেইডা তো তুই বুঝছনা
তাইতো এই মনের কথা হুনসনা
আর কি লিখমু কছেন তুই, তোর লাইগা
আসলেই, এই পুরুষের মন বুঝনের ক্ষ্যামতা তোর নাইগা ।