দীর্ঘ বিরতির পর
আজ খুলেছে সে, হৃদয়ের ডায়রিটা ।
মাকড়সার জালে আবদ্ধ
বহুদিন না উল্টানো বইয়ের পাতা যেমন
একের সাথে অন্যে আঠার মতন আটকে যায়,
তেমনি মরিচা ধরেছে সেথায় ।
খুঁড়ে খুঁড়ে বের করেছে কিছু স্মৃতি,
কুয়াশায় আবরণে ঢাকা নদীর অপার যেমন ধূসর
তেমনি স্মৃতি গুলো ঢাকা পড়েছে দুজনার ।
ভোর পেরিয়ে সকালের রোদ কুয়াশা সরিয়ে
প্রকৃতিকে উজ্জ্বল করে যেমন,
তেমনি ভাবে হৃদয় আঙিনায় ভাসিয়ে এনেছে
সেই পুরনো সুখক্ষণ ।


আজ বড্ড মনে পড়ছে তাঁকে
সুখে হাসছে, দুঃখে কাঁদছে, অবসাদে বিষন্ন মন ।
কখনো নেশায় টলছে, পোড়ানো হৃদয় জ্বলছে
ভাবছে সে, কেমন আছো,
যাক’গে, কেমন আছি-
মৃত্যু পথযাত্রী
ইনসেনটিভ কেয়ারে
অক্সিজেনে বাঁচিয়ে রাখার বৃথা চেষ্টায় ডাক্তার ।
সেভাবে’ই বাঁচিয়ে রেখেছে তাকে, আশা !
হয়তো কোনদিন দখিনা বাতাস হয়ে,
হয়তো’বা ফাগুনের গান হয়ে তাঁর আগমন
অথবা আশার অবসানে
সমাধিতে শায়িত হবে, জীবন ।