আশ্চর্য - বিষন্ন- সুন্দর
আব্দুল্লাহ আল মামুন

স্বপ্নের সীমানা নেই,
জানি, স্বপ্ন আর বাস্তবতার ব্যবধান দুস্তর,
তবু্ও ক্রমশ বিস্তৃত হয় আমার স্বপ্নের প্রান্তর।
আর সেই বিস্তৃত প্রান্তর জুড়ে,
যেখানে প্রকৃতি নিঃসংগ এবং নীড়ব,
বিরাজ করে দুটি মায়াবী চোখ,
আশ্চর্য - বিষন্ন- সুন্দর।


আমি ছুটতে চাই- ছুটে যাই,
কিন্তু পৌছুতে পারিনা, স্বপ্ন ভেংগে যায়।
স্বপ্ন পূরনের আশায়,
আমি  নিঃশব্দে প্রত্যক্ষ করি
সহস্র স্বপ্নের ঝরে যাওয়া,
ঝরে যাওয়া স্বপ্নগুলো আমাকে কাদায়।
হায়!  মানুষ কত অসহায়।
রাগে, দুঃখে,  অভিমানে, অক্ষমতায় বুক জ্বলে যায়,
নিঃস্ফল আক্রোশে অস্থির দু’হাতে হাওয়ায় তুলি ঝড়,
তখনও দেখি, গভীর ব্যকুলতায়
আমার ভাবনার পথ জুড়ে চেয়ে আছে,
দুটি মায়াবী চোখ,
আশ্চর্য - বিষন্ন- সুন্দর।