এ' মধুর সুর শুনে-
বুকের ভেতর জমে থাকা জমাটবদ্ধ হতাশার পাহাড়-
                                        নিমিষেই টুপ করে ঝরে পড়ে।
যেভাবে ঝরে পড়ে-
ঊষার আলোতে ঝলমল রক্তজবার উপর জমে থাকা শিশিরবিন্দু,
যেভাবে ঝরে পড়ে-
আমের মুকুলে সলজ্জ বসে থাকা কালবৈশাখীর শেষ বৃষ্টি ফোঁটা,
যেভাবে ঝরে পড়ে-
এক মায়াবিনী মায়ের নাকের ডগা থেকে এক বিন্দু মুক্তোদানা ঘাম,
যেভাবে ঝরে পড়ে-
হাসির ছলে কেঁদে ফেলা নিষ্পাপ শিশুর চোখ থেকে হঠাৎ অশ্রুকণা।
এক দীঘি জলে এক ফোঁটা শিশিরের অযুত মিশে যাওয়ার মতো-
                        হুট করে মিলিয়ে যায় হতাশার সাত আকাশ।
আমি আরেকবার বোঝা ছাড়ানোর তৃপ্তি নিয়ে ঢুক গিলি,
পুনঃরায় বন্ধ চোখ খোলে মাথা তোলি,
দৃষ্টির সীমানায় জমে থাকা ঝাপসা বাষ্প সরিয়ে দিই কল্পতুলোয়,
বরফখণ্ডের মতো গলতে থাকে মনের দুঃখবন।
এ' মধুর সুর, ঐশীবাণী, অতি পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের সুর,
হৃদয়ের যতো দুঃখ বেদনা বিদীর্ণ করে,
                              চূর্ণবিচূর্ণ করে হতাশার মরু সাহারা তুর।