আমি ভুলে যাওয়া পথ ধরে আবার বারবার আসবো ফিরে হায়-
এই মোহনায়, হয়তো বেহান বেলা কিবা পড়ন্ত কোনো সন্ধ্যায়।


পদচিহ্ন রবে পড়ে ঘাটে, নদীতে, চরের 'পরে, দু'ধারে রাস্তার,
জেটি সাঁকো পেরিয়ে ওপার, বোটের শব্দে উতলা মন আমার।


আমি নদীজল ছুঁয়ে শপথ পড়ি এ পড়ন্ত সূর্যালোকের সাক্ষাতে,
হাঁটুজল গেড়ে দু'পা ভাবুক মন ভাবে আকাশ ভেঙে বৃষ্টি পেতে।


হয়তো, খুব ভোরে পাখ-পাখালির মতো ছুটবো এদিক সেদিক,
গাইবো কোনো গান গলা ছেড়ে কিংবা ছন্দহীন কবিতা খানিক।


আমি বালু চরে লিখে দিবো নিজের নাম আঙুলের ডগা বুলিয়ে,
কৃষ্ণচূড়া বৃক্ষের মগডালে একখণ্ড পত্র নির্দ্বিধায় দিবো ঝুলিয়ে।


নিশ্চয় নিশ্চিত আসবো ফিরে কোনো এক বেহান বেলার আলো,
অথবা ভেদ করে নীরব গাঢ়তর গভীর রাতের অমাবস্যা কালো।


হে নদীর জল!
তুমি সাক্ষী থেকো, ঢেউয়ের মাথায় করে বয়ে গেলো এ শপথ,
আসবো ফিরে একবার, বহুবার, বারবার মাড়িয়ে এ মেঠো পথ।