কোনো একদিন চলে যেতে হবে এই মায়ার জাল ছিঁড়ে,
চলে যেতেই হবে এই রঙিন জগৎ ছেড়ে অন্ধকার নীড়ে।
তখন কোনো অভিযোগ-অনুযোগ থাকবে না যে মোটেও,
দেখবো না আপন পর, কেমন আছে নিদ্রা ভেঙে ওঠেও।
তবে অগণিত কিছু অভিযোগ যে আছে এ নরম হৃদয়ের,
আরো কিছু বেশ ছোট বড়ো চাওয়া-পাওয়া আছে মনের।
আকাশ-ছোঁয়া আশা আকাঙ্ক্ষার পাহাড় তো গড়ে ওঠেনি,
অন্তর্যামী, তুমি জানো গভীরে কী চলমান, কেউ দেখেনি।
এ দেহে যতোদিন আছে প্রাণ, যতো দিন চলমান হৃদয়,
ততোদিনই আকাঙ্ক্ষার আকাশে হবে চাওয়ার সূর্যোদয়।
হৃদয় গহীন আটকে থাকা চাওয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ,
সাক্ষ্য হয়েই ধেয়ে দিগ্বিদিক বয়ে বেড়াচ্ছে উষ্ণ বাতাস।
কতো আলোই জ্বলে সাজানো গুছানো আসমানে জমিনে,
তবুও কিছু গাঢ় কালো আঁধার ডুবে থাকে বুকের গহীনে।
মুক্ত করো হে আমায় যাবতীয় আঁধারের চাকচিক্য হতে,
সমস্ত পাপ ও পঙ্কিলতা হতে শুদ্ধ করো প্রভু, নিজ হাতে।
হৃদয় গভীর জ্বেলে দাও আলো, পবিত্র করবে গহীন ঘর,
সে আলোতেই আলোকিত হোক জীবন, সব আপন পর।