যুদ্ধ শেষ হয়ে যাবে একদিন, শেষ হবে এই মহামারী বোমার মিছিল,
এ' ধ্বংসের প্রতিযোগিতাও শেষ হবে একদিন, শান্ত হবে বিশ্ব নিখিল।
শহীদের সারি লম্বা হবে, যোদ্ধারা ফিরবে বীর কিম্বা বিড়াল বেশে,
অঙ্গহানীর কষ্ট ব্যথায় কাতরাবে জনপদ, বিপদও কাটবে অবশেষে।
হয়তো পরিবারের কাছে কিছু লাশ ফিরেও আসবে, অথবা ছিন্নমুন্ডু,
কিছু লাশ গলে পচে মিশে যাবে স্যাঁতসেঁতে মাটির উর্বরতার কুণ্ডু।
কিন্তু সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, বাবাহারা সন্তানদের অশ্রুধারা!!
কখনো বন্ধ হবে না নীরব কান্নার রোল, বোবা কান্নার কষ্ট, সর্বহারা।
সাজানো সংসার, স্বপ্ন ঘেরা পরিবার, নিমেষ নিঃশেষ জনপদ, ভুবন,
ঘুমন্ত শিশুকে জড়িয়ে ধরে কান্না বা আদরের স্বাধীনতাহীন জীবন!


আহা যুদ্ধ!
আহা জীবন!
আহা স্বাধীনতা!!