চারিদিকে আজ ছেয়েছে যে আঁধার,
উথাল পাথার পার না-জানা সাঁতার।
ভীত-সন্ত্রস্ত জনবল, অচল জনপদ,
ব্যাহত জীবনযাত্রা, অনাহুত বিপদ।


নতুন দিনের সূচনা কি হবে আবার?
হবে কি শুভারম্ভ? কী-বা চমৎকার?
আঁধার রাত পোহালে হবেই প্রভাত,
মিটবে ন্যায় অন্যায়ের চীর সংঘাত?


বীর যুদ্ধা, যুবক সমাজ যাও এগিয়ে,
হাল ধরো গো শক্ত হাতে সত্য নিয়ে।
যতো আসুক ঝড়, মাথা তুলে লড়ো,
আল্লাহ' ভরসায় ন্যায়ের পথে বাড়ো।