আমার ভাবুক মন ডুবে ডুবে ভাসে,
অকূল অতল সাগর নদীকূল ঘেষে।
বানের টানে জোয়ারের স্রোত এসে,
ধুয়ে ধেয়ে নিয়ে নিঃশেষে নিমেষে।


আমারও ঘোর সমস্ত চারিপাশ ঘিরে,
শতো সহস্র শতাব্দী বরষ মাস ধরে-
অবহেলাভরে মুখ কান্না কুলুপ পুরে
জড়িয়ে ছড়িয়ে চাপায় কুঁকড়ে মরে।


এভাবে কিছু ভাব অভাবও অবেলায়
চায় বাঁচতে ও ভাসতে শতো হেলায়,
বেলা অবেলায় রঙতুলি শিল্পকলায়
আঁকতে সুন্দর পৃথিবী হাসি খেলায়।