দিনটা সারা কাটিয়ে এসেছি চা বাগানে ঘুরে,
বুক ভরে যে শ্বাস নিয়েছি, শান্ত দুচোখ ভরে।


আমার ঘরে আমিই যে একা বাকিরা সব ঘুম,
নীরবে তাই বসে কাটাই, করি না যে ধামধুম।


রাত জেগে গল্প লিখছি  কী যেনো কী ভেবে,
সকালের রোদে বারুদ গন্ধ কি শুকিয়ে যাবে!


অনেক গভীর রাত হয়েছে, ডাকছে হাতঘড়ি,
সূর্য মামা,
আজকে না-হয় ওঠোই জেগে একটু তড়িঘড়ি।