যদি টুকরো করো কেবল রক্ত মাংসই পাবে না,
ঢের কিছু বেশি পাবে।
অসংখ্য আনমনা কাব্যকণা,
ঝরে পড়া কবিতারা,
ব্যক্ত-অব্যক্ত পঙক্তিমালা,
বাধ্য-অবাধ্য পদ্য সকল।
চোখ-মুখ কিংবা বুক-চিবুক,
অথবা মস্ত-হস্তের আদ্যোপান্তে,
খাঁজে-ভাজে, থরে-ভিতরে খুব মুখ থুবড়ে পড়ে থাকা-
হৃদয়গলা বর্ণমালা, ঝর্ণাধারা, চন্দ্রতারা,
আলোর ফুল্কি, উল্কির ঝলক।
মা'র হারিয়ে যাওয়া কানের দুল, নাকের নোলক।
গোলকধাঁধার বন্ধুবিচ্ছেদ,
উচ্ছেদকৃত ইচ্ছেগুলো,
গোলমেলে সব সস্তা স্বপ্ন,
মগ্নমননে রুগ্নভাব,
অভাবগুচ্ছ তালগোল,
আঙুল সদৃশ কাটা হৃৎপিণ্ডে আগুন,
ফাগুনে রক্তঝরা ভালোবাসা,
হতাশার ব্যাপকতা,
সখ্যতাহীন সখীর সাক্ষ্য,
লক্ষ্যহীন ছুটোছুটি,
গুটি কয়েক বন্ধুত্বের সনদ,
মসনদ কাঁপানো চৌকস রাজপুত্রের অকাল প্রস্থান,
স্থানভেদে ধ্বংসযজ্ঞের সুনিপুণ চিত্রপট,
অকপট স্বীকারোক্তির ভীরু কাপুরুষ!