আমার এ'দেহ, অবাধ্যতায় অহরহ, মগজের ভাঁজে ভাঁজে গুঁজে থাকা
পাপ, অনুকম্পা অনুতাপ, এ' ঘোর ভয়, দুরু-দুরু হৃদয়ের কম্পন।


হাড্ডি মাংস মজ্জা, মগজ রক্ত জল, ভোলে সব লাজ, অসম লজ্জা,
হাঁটু গেড়ে লুটিয়ে ঝুঁকে পড়েছে খুব, অকেজো ঘাড়ের নিমজ্জন।


কাঁপা কাঁপা ঠোঁট, কী যেনো কী বলে একান্ত নিগূঢ়, ঝাপসা ভ্যাপসা
দৃষ্টির গোলকজুড়ে উড়ে বেড়ায় গরম মেঘ, উৎকৃষ্ট বৃষ্টি বিসর্জন।


দিয়ো না-কো ফিরিয়ে এ' ফকিররে, করো না হতাশ, খালি দু'হাত, নেই-
আপন, কোথাও নেই কেউ নেই, স্রেফ তুমিই, পরম এক আপনজন।