মনে করো খুব পরিচিত একটা মুখ,
সারা গাঁ খুঁজে খুঁজে ভীষণ উৎসুক।
খুঁজে খুঁজে কোথাও যায় না পাওয়া,
লাগেই না গায় কোনো হিম হাওয়া।
তারপর, বিশদ অপেক্ষা ও আক্ষেপ-
ক্ষেপে দুয়েক ফোঁটা অশ্রু নিক্ষেপ!
শীর্ণ কায়, ক্লান্ত ভীষণ,
            গড়গড় ভেঙে পড়ে নুয়ে,
থেমে থেমে পথ চলে,
       বয়ে চলে দুঃখ, আপন খুঁয়ে।
বসে পড়ো ছায়ায়, বটতলে মায়ায়,
         জিরিয়ে নাও, ঝিমিয়ে নাও,
শোকের অসুখে ভোগো না আর,
                বেশ, এবার আগাও।
সে প্রিয় মুখ খুঁজে খুঁজে-
    কভু হারিয়ে ফেলো না নিজকে,
এক দানা জীবন্ত ভাবনা-
            গুঁজে দাও মরা বিবেকে।