আমার হারিয়ে যাওয়া কাঠের পুতুল,
রঙিন বোতাম,
কালো সুতা,
ময়লাটে টি-শার্ট,
ঘোলাটে চশমা,
রঙ পেন্সিলে আঁকা কাগজের পাতা,
                   ক্ষয়ে যাওয়া জুতা...


স্বর্ণাভ সূর্যোদয়ে শুভ্র সকাল,
রোদ্দুরে ভরা দুপুর,
বিলম্বিত এক বিকেল,
লজ্জায় লাজুক সন্ধ্যা,
                     ফেলে আসা পথ...


রাস্তার ধারের পাহাড়,
পাহাড়ের মাথার মেঘ,
মেঘের ঘাড়ের আকাশ,
আকাশ রঙ নদী,
নদীর মোহনা শেষে শীতল সাগর,
সগরের জলের ওপর রোদের নৃত্য,
নৃত্যে' তালে বাতাসে শোঁ শোঁ শব্দ,
    পাখিদের নীড়ে ফেরার আনন্দ।


আজ কেমন জানি সব ধূসর লাগে!