আর কতোটা দৌড়ে গেলে মনে হবে একটু থামি!
কতোটা আরো দূরে গেলে মনে হবে ভুল আগামী!
নীরবে এভাবে ধুকে ধুকে এ' মন ক্লান্ত হবে কখন,
কতোটা আরো শাসন শোষণ দাসত্ব করলে গ্রহণ।
পার্থিব এই ভোগ বিলাসের শেষে কী থাকে বেচে!
সর্বস্ব পেয়ে গেলে গলে যায় আত্মা,
                           আত্মহত্যাকেই নেয় বেছে।
অতোটা দূরে যেয়ো না যেথা ফেরার সুযোগ নেই,
ক্ষণিক এ' জীবনে অতোটা ডুবো না,
                       যাতে হারিয়ে না-ফেলো খেই।
কিছুটা বুঝো ইবলিসের যতো তন্ত্র-মন্ত্র, ষড়যন্ত্র,
দাসত্বের কাঁটাতার ডিঙিয়ে চলো,
                    শতো ষড়যন্ত্র ভেদের শিখো মন্ত্র।